সাব্বির আহমেদ,শিক্ষানবিশ প্রতিনিধি
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে নরসিংদী সার্কিট হাউস থেকে র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। সভার সভাপতিত্ব করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নরুল ইসলাম।
এছাড়াও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।