শিরোনাম :
বেলাবো উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় বেলাবোতে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলচনা সভা অনুষ্ঠিত। আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত “দেহখান” গানের ভোকালিস্ট পিয়াল। মনোহরদীতে উপজেলা নির্বাচন প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়াশলে ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃ*ত্যু নরসিংদীতে পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার ১ রায়পুরায় হিটস্ট্রোকে দেড় বছরের শিশুর মৃত্যু মনোহরদীতে “সুপেয় পানি ও স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন” শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক অবহিতকরণ সভা ও আইজিএ চেক বিতরণ
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

বেলাব উপজেলার গর্ব, নির্বাহী অফিসার আয়েশা জান্নাত তাহেরা

শাহিনুর আক্তার / ১১৮৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

শাহিনুর আক্তার (বেলাব প্রতিনিধি): বেলাব উপজেলা বাজনাব ইউনিয়নের হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বৃহস্পতিবার বিকালে বাজনাব-পোড়াদিয়া রাস্তায় সাইকেল চালাচ্ছেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।

ছবিগুলো আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন তিনি নিজেই।

যেখানে লেখা ছিলো “তোমরা এগোলে এগোবে দেশ…”

শিক্ষার্থীদের সাথে রাস্তায় বাই সাইকেল চালিয়ে আলোচনায় ভাসছেন নরসিংদীর বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।

রুচিশীল পোষাকে শিক্ষার্থীদের মাঝে উপজেলার একজন সর্বোচ্চপদস্থ্য কর্মকর্তার এমন উপস্থিতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়েছে। বৃদ্ধি পেয়েছে সরকারী কর্মকর্তাদের প্রতি অন্যরকম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ। এ কর্মকর্তার এমন উপস্থিতি হয়তো দেশের অন্যান্য কর্মকর্তাদের রুচির পরিবর্তন হবে সেটাই প্রত্যাশা করছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করার পর থেকেই
শুরু হলো উপজেলা সকলের ফেসবুকে আপলোড করা নির্বাহী অফিসার এর এই বাই-সাইকেল চালানোর ছবি।
কেউ জানাচ্ছেন বাহ্ বা আবার করছে দোয়া পার্থনা।
কেউ আবার শুভকামনা

এর মাঝে বেলাব প্রেক্লাবে সভাপতি শেখ জলিলের ফেসবুক স্টেটাস ছিলো ভিন্ন যেখানে লেখা ছালো অতিরিক্ত অতিরঞ্জিত করবেন না, উনাদের কে ভালো থাকতে দেন এবং নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরার বেশ কিছু মহত্ত্ব গুণ তুলে ধরেন তিনি যার মাধ্যমে অজানা অনেক কিছু বেলাবোবাসি জানতে পারে।
বতর্মান এখন এই ছবি অন্য উপজেলার লোকজন ও অপলোড করতে শুরু করেছে এই গুণী ব‍্যক্তির ছবি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ