শিরোনাম :
বেলাবো উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় বেলাবোতে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলচনা সভা অনুষ্ঠিত। আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত “দেহখান” গানের ভোকালিস্ট পিয়াল। মনোহরদীতে উপজেলা নির্বাচন প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়াশলে ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃ*ত্যু নরসিংদীতে পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার ১ রায়পুরায় হিটস্ট্রোকে দেড় বছরের শিশুর মৃত্যু মনোহরদীতে “সুপেয় পানি ও স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন” শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক অবহিতকরণ সভা ও আইজিএ চেক বিতরণ
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে ১৮ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিনিধির নাম / ৩৫৬ বার
আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদসহ ১৮ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে ১৩ জন আওয়ামী লীগ নেতা রয়েছে। এছাড়া একজন ইসলামী ফ্রন্ট, একজন বিএনএফ, একজন এনপিপি ও দুইজন স্বতন্ত্রপ্রার্থী রয়েছেন।

শনিবার (২৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দুপুরের পর নোমান আল মাহমুদ সাহেব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সবমিলিয়ে এ পর্যন্ত ১৮টি ফরম বিক্রি হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। পরবর্তীতে উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। আগামী ২৭ এপ্রিল এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ, ২৯ মার্চ বাছাই, ৫ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন এবং ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, জাহিদুল হক, বিজয় কুমার চৌধুরী, আবদুচ ছালাম, আহমেদ ফয়সাল চৌধুরী, আবদুল কাদের সুজন, সাইফুল ইসলাম, এসএম কফিল উদ্দীন, খোরশেদ আলম, আলী রিয়াজ খান রক্সি, শিরিন আহমেদ, সেলিনা খান, সুকুমার চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, বিএনএফ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ, এনপিপি প্রার্থী মোস্তাফা কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মীর মোহাম্মদ রমজান আলী ও খাদেমুল ইসলাম চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বোয়ালখালী পৌরসভা, আট ইউনিয়ন ও নগরের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। ভোটকেন্দ্র ১৯০টি, ভোটকক্ষ ১৪১৪টি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ