মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন

এইচএসসি২-০২৫ ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জনে শুকরিয়া জ্ঞাপন, স্কুল শাখার শুভ উদ্বোধন ও পলাশ উপজেলার শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 সাব্বির আহমেদ,শিক্ষানবিশ প্রতিনিধি / ১৮ বার
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাব্বির আহমেদ,শিক্ষানবিশ প্রতিনিধি

“জ্ঞান, মান ও মানবিকতায় আলোকিত হোক প্রিয় পলাশ”— এ স্লোগানকে সামনে রেখে এইচএসসি-২০২৫ পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনে শুকরিয়া জ্ঞাপন, স্কুল শাখার শুভ উদ্বোধন এবং পলাশ উপজেলার শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

তারিখ: ১৫ নভেম্বর ২০২৫, শনিবার
স্থান: পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ

সেমিনারের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আরিফ পাঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নকশিস সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —

পলাশ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনির হোসেন

নবধারা শিক্ষা পরিবার নরসিংদীর চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক
এছাড়াও নতুন পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি কামনা করেন। তারা আরও বলেন, “পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শুধু নরসিংদী নয়, সারাবাংলাদেশে সুনাম অর্জন করবে।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ