বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিককে কুপিয়ে ও গুলিকরে আহত করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার
আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:  নরসিংদীর রায়পুরায় ১৩ আগস্ট, মঙ্গলবার মনিরুজ্জামান মনির নামের স্থানীয় এক সাংবাদিককে কোপানোসহ হাতুরি দিয়ে পিটিয়ে এবং গুলি করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রায়পুরা উপজেলার শ্রীরামপুর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির দৈনিক দেশরূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন।

স্থানীয় সংবাদিকরা জানান, মনিরুজ্জামান পার্শ্ববর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর রেল গেইট এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুরি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে এবং পরে গুলি করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যদের সহায়তায় আহত সাংবাদিক মনিরুজ্জামানকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ