শিরোনাম :
রায়পুরা ম্যারাথন-২০২৫; দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদের অংশগ্রহণ ‘বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়- মহসিন হোসেন বিদ্যুৎ পলাশে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নরসিংদী মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার ও তার পালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় মাধবদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর কোরআন প্রতিযোগিতায় ঘোড়াশাল কাশ্মীরের টেক মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের বিস্ময়কর ফলাফল। মনোহরদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ পালন। রায়পুরা চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ নরসিংদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পুবাইলে ট্রেনে কা*টা পড়ে এক বৃদ্ধের মর্মা*ন্তি*ক মৃ*ত্যু
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

রায়পুরায় আনসার সদস্যের তৎপরতায় ১১হাজার ভোল্টেজ এর বৈদ্যুতিক লাইন রক্ষা

রোমান পথিক / ৩৯০ বার
আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

আনসার ভিডিপি দলনেতা মোঃ রুহুল আমিন এর নজরে আসতেই পল্লিবিদ্যুৎ অফিসে নিজ দায়িত্বে দ্রুত যোগাযোগ করে সমস্যা সমাধান করেন।

রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি:- নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য (ভিডিপি দলনেতা) রহুল আমিন (তামজিদ) এর ডিউটি চলাকালীন সময়ে দেখতে পান ১১ হাজার ভোল্টেজ এর লাইনে আগুন ধরেছে। শুক্রবার বিকেলে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন এর নবিয়াবাদ গ্রামে (বাইদের চক নামের খোলা ধান ক্ষেতের মাঠে) এ ঘটনাটি ঘটেছে।

এতে এই লাইনে তুলাতলি বিদ্যুৎ সাবস্টেশন এর ৩ টা  থ্রি-ফেইজ লাইন (৩নং,৪নং,৫নং) এর বৈদ্যুতিক খুঁটির কাঠের ক্রসআর্ম ভেঙে ৩নং এবং ৫নং ফিডারের মোট ৬টি তারে বিকট আওয়াজের মাধ্যমে ভয়াবহ বিস্ফোরণ ঘটে মুহুর্তে আগুন ধরে যায়।  প্রায় ৪০/৫০মিনিট যাবৎ বৈদ্যুতিক কাঠের কর্সআর্মে আগুন ধরতে থাকে।

প্রত্যেক্ষদর্শী আনসার ভিডিপি দলনেতা রুহুল আমিন (তামজিদ) জানান তার ডিউটি চলাকালীন সময়ে রাস্তা দিয়ে যাবার পথে হঠাৎ ঘটনাটি তার নজরে পড়ে। প্রায় ৪০থেকে ৫০মিনিট আগুন ধরে। তাৎক্ষণিক পল্লিবিদ্যুৎ এর রায়পুরা জোনাল অফিসের গ্রাহকসেবা নাম্বারে সঠিক তথ্যদিয়ে দ্রুত যোগাযোগ করার মাধ্যমে বিষয়টি তাদের অবগত করেন। তিনি আরো জানান এর মাধ্যমে বাংলাদেশ সরকারের পল্লিবিদ্যুতের বড় ধরনের দুর্ঘটনা বা ক্ষতি থেকে রক্ষা করতে তিনি সমর্থন হন বলেও জানান

স্থানীয়দের কাছ থেকে জানা যায় বিদ্যুতের কেবলগুলো থেকে কাঠে আগুন লেগেছে। এই কেবল বা তারগুলো অনেক পুরাতন হয়ে যাওয়ার কারনে এবং বৃষ্টি-বাদলের দিন থাকায় এ ঘটনা ঘটতে পারে।

পল্লিবিদ্যুৎ এর লাইন ক্রু রা বিদ্যুতের লাইন মেরামত করতে আসলে স্থানীয় ইউপি সদস্য বাইজিদ মেম্বার সহ এলাকাবাসীর অনেকে ঘটনাস্থলে আসেন এবং ভিডিপি দলনেতা রুহুল আমিন এর ভূপ্রশংসা করেন।

রায়পুরা জোনাল অফিসের ডিজিএম মোঃ রেজাউল করিম মুঠোফোনে জানান এতে বিদ্যুৎ সংযোগে বড় ধরনের ক্ষতি হতে পারতো। বিষয়টি জানার সাথে সাথেই মেরামত করতে লাইনম্যানদের পাঠিয়ে দিয়েছি এবং তারাও ঠিক করে দিয়ে এসেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ