সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান / ৫৮১ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ।

 

“এসো নবীন নবযুগের শিক্ষায় আলোকিত হই” স্লোগানে সোমবার (১৬ অক্টোবর) সকালে পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আমির হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ।

 

কলেজের পরিক্ষা নিয়ন্ত্রক শহিদুল হক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সহ মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক স্নিগ্ধা বাউল।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্যের পর দ্বিতীয় অধিবেশনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, শিক্ষার্থীরা তাদের মনমুগ্ধকর পারফরম্যান্সের মাধ্যমে মাতিয়ে রাখে নতুন পুরাতন শিক্ষার্থীদের।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ