নিজস্ব প্রতিবেদক: কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির প্রেক্ষিতে পলাশ উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বাদ আসর উপজেলা শহীদ মিনার মাঠ থেকে মিছিল শুরু হয়ে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী’র কর্মপরিষদ সদস্য মোঃ সাইয়্যেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাসুদ করিম।
বক্তারা বলেন, “পিআর (প্রতিনিধিত্বমূলক নির্বাচন) পদ্ধতি যাঁরা আজ বুঝে না, এক সময় তাঁরা কেয়ারটেকার সরকারে কি সেটা পারেননি।”
তাঁরা আরও বলেন, “জামায়াতের ৫ দফা দাবিগুলো জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উত্থাপিত। সংবিধানে ‘জুলাই সনদ’-এর পূর্ণ স্বীকৃতি না পেলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসনের উত্থান ঘটতে পারে।”
“আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করেই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।” – বলেন নেতৃবৃন্দ।
নির্বাচন কমিশন ঘোষিত ফেব্রুয়ারি মাসের রোডম্যাপকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, “এই রোডম্যাপ কার্যকর হতে হলে অবশ্যই জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তা পূরণের ব্যবস্থা করতে হবে।”