নিজস্ব প্রতিবেদক: গাজীপুর কোরআন প্রতিযোগিতায় ঘোড়াশাল কাশ্মীরের টেক মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের বিস্ময়কর ফলাফল।
নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল কাশ্মীরের টেকে অবস্থিত মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে ৮ জন ছাত্র অংশগ্রহণ করেন গাজীপুর ইকরা কোরআন এর আলো প্রতিযোগিতায়।
দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মোট ৬ হাজার ছাত্র অংশগ্রহণ করে।
ছাত্র সংখ্যা বেশি হওয়াতে তিন হাজার তিন হাজার করে দুই ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১০ সেপ্টেম্বর ২৫ইং রোজ বুধবার।
এখানে ৩ হাজার ছাত্র থেকে ৩০ জন ছাত্র চূড়ান্ত রাউন্ডে উত্তীর্ণ হয়, যার মধ্যে মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ৭ জন। ৩০ জন ছাত্র থেকে তৃতীয় স্থান অর্জন করে মোঃ ওমর ফারুক (১১), পঞ্চম স্থান মোঃ জুবায়ের খাঁ (৭) এবং সপ্তম স্থান মোহাম্মদ হোসাইন (১২) স্থান অর্জন করে।
উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল ও মুহতামিম মুফতি ইসহাক এবং তাদের ওস্তাদ হাফেজ নুরুল ইসলাম নাঈম দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন, যেন তারা ভবিষ্যতে বাংলাদেশের পতাকাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে।