মো. সুমন মিয়া, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে “জাতীয় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫” উপলক্ষে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ, ব্র্যাক প্রোগ্রাম অফিসার (সিসিএইচ) দিপ্ত শেখর দাস, প্রোগ্রাম অফিসার শারমিন আশরাফ, উপজেলা স্বাস্থ্যের পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ।
উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, এডিস মশা ধ্বংসের জন্য প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনগণের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রতিটি মানুষ যদি সচেতন হয়, তবে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।”
অংশগ্রহণকারীরা সবাই মিলে শপথ নেন, তারা জমে থাকা পানি সরিয়ে ফেলবেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখবেন।