শিরোনাম :
নরসিংদী মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার ও তার পালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় মাধবদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর কোরআন প্রতিযোগিতায় ঘোড়াশাল কাশ্মীরের টেক মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের বিস্ময়কর ফলাফল। মনোহরদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ পালন। রায়পুরা চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ নরসিংদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পুবাইলে ট্রেনে কা*টা পড়ে এক বৃদ্ধের মর্মা*ন্তি*ক মৃ*ত্যু নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মেনহাজুল আলম, পিপিএম নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি ‎মেনে নিবে না- জুয়েল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিবপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বিএনপি ‎মেনে নিবে না- জুয়েল

 সাব্বির আহমেদ,শিক্ষানবিশ প্রতিনিধি / ৩৩ বার
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 সাব্বির আহমেদ,শিক্ষানবিশ প্রতিনিধি

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন,
‎আগামী দিনে একটি সুন্দর পরিবেশে জাতীয় নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। অবশ্যই যারা বৈধ আছে। নির্বাচনকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বিএনপি মেনে নিবে না। কোন ধরনের ষড়যন্ত্র, দালালী, বিশৃঙ্খলা তৈরী করে মানুষের অধিকারকে আবারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অবশ্যই মেনে নিবে না। জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

‎বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদী অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


‎তিনি বলেন, আমরা আর চাইনা ফ্যাসিস্ট হাসিনার কোনো অপশক্তি অন্য কোনো ভিন্ন নামে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করে মানুষের ভোটাধিকার হরণ করুক। এধরণের অপশক্তির বিরুদ্ধে রাজপথে মোকাবিলা, লড়াই করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে। বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি ও স্বপ্ন নিয়ে কাজ করেছে।

‎তিনি আরো বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের সমৃদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ছাত্র-জনতার বৈষম্যহীন সমাজ গড়ার বাংলাদেশ।

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মডার্ন ফিলোসোফার উল্লেখ করে তিনি বলেন, তিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্নের জাল তৈরী করেন, পরিকল্পনা করেন এবং তা কিভাবে বাস্তবায়ন করতে হবে তাও জানেন। এজন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য যে ৩১ দফার রূপরেখা দেয়া হয়েছে সেটি আগামী দিনের রাষ্ট্রকে মেরামত করার রূপরেখা।

‎নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক, ডা, আব্দুর রেহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান প্রধান, সদস্য আকরাম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক শাফি উদ্দিন আকন্দ করুণ, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রনি, সাবেক শিক্ষা ও বৃত্তি বিষয়ক সহ সম্পাদক তানজিম হাসান সৌরভ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাসুম আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম মোজাহিদ, জাহিদুল ইসলাম খান রাজন, আব্দুল আল টিটু,ওমর ফারুক সোহেল, পৌর ছাত্রদল নেতা সোহেল তানভীর, ফয়সাল আহমেদ সুমন, মনোহরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর প্রধান, সিয়াম প্রধানসহ প্রমুখ।

‎অনুষ্ঠানে মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্টের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ