এমায়েত হোসেন, পলাশ উপজেলা প্রতিনিধি: ডাঙ্গা ইউনিয়নে যুবসমাজের সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত “আমরা ঐক্য গড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর যুবসমাজের উদ্যোগে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে এ র্যালিটি কাজিরচর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, ধর্মপ্রাণ মুসল্লি ও সমাজ সচেতন যুবসমাজ। ওসি মনির হোসেন বলেন, “মাদক, জুয়া ও ইভটিজিং আমাদের সমাজের জন্য একটি বড় ব্যাধি। এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও যুবসমাজের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। তাঁরা বলেন, সমাজকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে মসজিদভিত্তিক সচেতনতা জোরদার করতে হবে। মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগে যুবসমাজের সম্পৃক্ততা এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে। সচেতন নাগরিকদের মতে, এ রকম কার্যক্রম নিয়মিত হলে সমাজ থেকে মাদক ও অন্যান্য অপরাধ অনেকাংশে কমে আসবে।