শিরোনাম :
শ্রদ্ধা আর ভালোবাসায় বাবার কবরের পাশে শাহিত সাবেক চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন রায়পুরা ম্যারাথন-২০২৫; দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদের অংশগ্রহণ ‘বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়- মহসিন হোসেন বিদ্যুৎ পলাশে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নরসিংদী মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার ও তার পালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় মাধবদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর কোরআন প্রতিযোগিতায় ঘোড়াশাল কাশ্মীরের টেক মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের বিস্ময়কর ফলাফল। মনোহরদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ পালন। রায়পুরা চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ নরসিংদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়ে নরসিংদীতে আপ বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত

দিপ্ত দাস / ১০৬ বার
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

দিপ্ত দাস, নিজস্ব প্রতিবেদক: ৪ জুলাই রোজ শুক্রবার বিকাল ৪ টায় নরসিংদী প্রেসক্লাবে আপ বাংলাদেশের উদ্যোগে নরসিংদির জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ সভায় উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, নরসিংদীর কৃতি সন্তান আপ বাংলাদেশের কেন্দ্রীয় ডিসিপ্লিনারি একশন কমিটির প্রধান এড. আব্দুল আলীম, কেন্দ্রীয় সদস্য ডা. জাহিদ হাসান, নরসিংদীর শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং আপ বাংলাদেশের নরসিংদীর স্থানীয় সংগঠকবৃন্দ৷

সভায় প্রধান অতিথির বক্তব্যে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, এক বছর হয়ে গেলেও ইন্টেরিম আজকে পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং সনদ দিতে পারে নাই৷ ইন্টেরিম এই ব্যর্থতাকে আমরা নিছক ব্যর্থতা মনে করি না, বরঞ্চ এইটা জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি৷ ইন্টেরিম শহীদদের রক্তের মাধ্যমে অর্জিত গণঅভ্যুত্থানের পরে ক্ষমতায় বসে যদি জুলাইয়ের সাথে এই গাদ্দারি করে, তবে ইন্টেরিমকে সতর্ক করে বলছি, নরসিংদী কিন্তু জেগে আছে। জুলাই যোদ্ধারা জুলাই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে আর কোন টালবাহানা সহ্য করবে না৷ তিনি আরো বলেন, জুলাই ঘোষণাপত্র কোন ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এই ঘোষণাপত্ত কোন দল নয়, অবশ্যই ইন্টেরিমকেই জুলাই ঘোষণাপত্র ও সনদ ঘোষণা করতে হবে৷

শহীদ তাহমিদের সম্মানিত পিতা ডা. রফিকুল ইসলাম বলেন, শহীদরা যেই কারণে জীবন দিলো, সরকার শহীদদের এই আকাঙ্খাকে সম্মান করবেন আশা করি।

কেন্দ্রীয় সদস্য আব্দুল আলীম বলেন, জুলাই ঘোষণাপত্র এবং সনদ এই জুলাই শেষ হওয়ার আগেই ইন্টেরিমকে দিতে হবে৷

সভায় কেন্দ্রীয় সদস্য ডা: জাহিদ হাসান বলেন ইন্টেরিম যদি জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা না করে তাহলে আমরা জুলাই যোদ্ধারা আবার মাঠে নামতে বাধ্য হবো ।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা সংগঠক মো: রুহুল আমিন ফয়সাল, আবু সালেহ মোহাম্মদ ইমরান, আহসান জামিল, ইসরাফিল হোসেন, মাহাদি, শেখ রাসেল প্রমুখ ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ