সাব্বির আহমেদ, শিক্ষানবিশ প্রতিনিধি; বিদায় শব্দটি খুবই নাজুক! এই শব্দের সাথে জড়িত কমবেশি সবাই; ছোট-বড়, নারী-পুরুষ, আবালবৃদ্ধ-বণিতা সকলেই। এর রয়েছে বিদ্ধ-বিদগ্ধ করার সুকৌশল। তাই একে আমরা সঙ্গায়িত করতে পারি ভাঙা-গড়ার কারিগর। এই ভাঙা-গড়ার মহোৎসবে বিদগ্ধ হতেই নরসিংদী ইউনাইটেড কলেজে উচ্চ মাধ্যমিক-এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ মিলনায়তনে ২০ জুন শুক্রবার।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ভরপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম, রাসকের সাবেক ভিপি, নরসিংদী জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী মুন্সী, বীর মুক্তিযুদ্ধা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিশ দিপংকর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও সাইন্স বিভগের শিক্ষক শারমিন আক্তার, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জোবায়ের আহমেদসহ বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকগণ।
প্রধান আলোচকের বক্তব্যে নরসিংদী জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভুইয়া বলেন, ‘ ছাত্ররা দেশ গড়ার কারিগর। তারা জুলাইয়ে যে ভুমিকা রেখেছে কখনো ভুলার মত নয়। তোমরা নিজেদের গঠনে যা কল্যাণকর তাই তোমরা করবে। নিজের ক্যারিয়ার গঠনে নিয়মানুবর্তিতা-পাঠ্যভ্যাস তোমার জীবনের লক্ষ হোক”
প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা বিএনপির সহ. সভাপতি খবিরুল ইসলাম বাবুল বলেন, ছাত্রই জাতীর ভবিষ্যত। তারাই পারে একটি জাতীর ভবিষ্যত পরিবর্তন করতে; যা আমরা প্রত্যক্ষ করেছি জুলাই বিপ্লবে। কলম-কালি রেখে তারা কিভাবে মহাসড়কগুলোতে তাদের প্রতিভা দেখিয়েছে। আমরা এই কলেজসহ দেশের সকল শিক্ষার্থীদের সমৃদ্ধ কামনা করছি।
সভাপতির বক্তব্যে ইউনাইটেড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাজমুল হক বলেন, শিক্ষার্থী ভবিষ্যতের কান্ডারি। এই কলেজ তাদের দীর্ঘ সময় পাশে ছিল আছে এবং থাকবে। ”
কলেজের শিক্ষার্থী-শিক্ষক-কলেজ-কলেজ প্রশাসন, অভিভাবক অতিথি ও শুভাকাঙ্ক্ষী নিয়ে কলেজ মিলনায়তন হয়ে উঠে প্রাণবন্ত। তবে বিদায়ের কারণে সকলের মাঝে ছিল একটু চাপাঁ কষ্ট। অনুষ্ঠানে আলোচনায় অতিথিগণ শিক্ষার্থীদের জীবন পরিবর্তনে গঠনমূলক আলোচনা করেন যাতে শিক্ষার্থীরা কঠিন অধ্যাবসায় নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগী হয়। নিজের চেষ্টা-সাধনা, খেলাধুলা থাকে বইয়ের সাথে। পাঠাভ্যাস শুধু নিজেকে গঠনই নয় একটি স্বনির্ভর জাতী গঠনে ভূমিকা রাখতে সক্ষম হয়। সবকিছু পরিবর্তন হলেই বই তার বন্ধুর সাথে বন্ধুত্ব পরিবর্তন করে না।