বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মনোহরদী’র নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক / ৪৩ বার
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: মনোহরদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মোহাইমিন আল জিহান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেষ্ঠ্য সাংবাদিক ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. মোসাদ্দেকুর রহমান খান, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নুর, সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, সহ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইমাম হোসেন রিপন, মনোহরদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক,

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মনোহরদী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান, কোষাধ্যক্ষ এম বাকি বিল্লাহ, প্রচার সম্পাদক তানভীর আহমেদ, আমার সংবাদের প্রতিনিধি খাদেমুল ইসলাম, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি সুজন বর্মন, খোলা কাগজের প্রতিনিধি মাসুদ রানা, স্বদেশ সংবাদের প্রতিনিধি নূরুল আমিন, নরসিংদী ডট টিভির প্রতিনিধি সুমন মিয়া প্রমুখ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান ২১ নভেম্বর এ উপজেলায় যোগদান করেন।

এর আগে তিনি নারায়নগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ