সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

ঘোড়াশালে গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ চেয়ে মানববন্ধন

এমায়েত হোসেন / ১৩৬ বার
আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

এমায়েত হোসেন, পলাশ (উপজেলা) প্রতিনিধি:  পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত ডাঃ নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিনা নাসরিন এর পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছেন একদল প্রাক্তন শিক্ষার্থী। ২১ আগস্ট, বুধবার ঘোড়াশালের সাদ্দাম বাজার খ্যাত বাজারটির সামনে স্টেশন রোডে বৃষ্টিতে ভিজে এই মানববন্ধনে জড়ো হোন তারা। পদত্যাগ ছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বৈষম্য, অন্যায়, অনিয়ম, প্রাইভেট বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ আনেন প্রাক্তন এই শিক্ষার্থীরা।

বিভিন্ন অভিযোগে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বর্তমান অধ্যক্ষের অধীনে প্রতিষ্ঠানটি সুনাম হারাচ্ছে। নানারকম বৈষম্য ও অনিয়মে জর্জরিত তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া প্রাইভেট বাণিজ্যের জন্য দরিদ্র শিক্ষার্থীদের নানান অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান তারা। মানববন্ধন শেষে এসব দুর্নীতি বন্ধের সাথে সাথে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে দিনের অর্ধদিবস পর্যন্ত কলেজের মাঠে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সহ শিক্ষা অফিসারের মধ্যস্থতায় শিক্ষার্থীদের প্রতিনিধি দল উপজেলায় তাদের দাবী নিয়ে আলোচনায় বসেন।

বিশেষ কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা ২২ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে এবং তাদের কর্মসূচি চলমান থাকবে বলে জানায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ