সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

না ফেরার দেশে জল্লাদ শাহজাহান

ডেস্ক নিউজ / ২৫১ বার
আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

ডেস্ক নিউজ: না ফেরার দেশে চলেগেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ ২৬ জনকে ফাঁসি দেওয়া ‘জল্লাদ’ শাহজাহান।
সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৫টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে লাশ গ্রহণ করতে দুপুরে হাসপাতালে পৌঁছেছেন শাহজাহানের বোন ফিরোজা। লাশ গ্রহণের পর শাহজাহানের গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালীতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে জানান তার বোন।

 

নিহতের স্বজন সূত্রে জানা যায়, সাভারের হেমায়েতপুরের কাশেম আলীর একটি ভাড়া বাসায় থাকতেন জল্লাদ শাহজাহান। সেখানে আজ ভোর সাড়ে ৩টার দিকে তার বুকে ব্যথা উঠে। পরে বাড়ির মালিক রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ