রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

নরসিংদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৯০ বার
আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে থেকে এক অজ্ঞাত নারীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ মে) সকালে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

দুলালপুর ইউপি’র চেয়ারম্যান শামীম মোল্লা জানান, সকাল নয়টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং থানায় খবর দেয়া হয়।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তবে তাৎক্ষনিক ভাবে ওই মহিলার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ