রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

সৌদি আরবের হোটেলে বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ।

মনির হোসেন / ৪১৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মনির হোসেন (শিবপুর প্রতিনিধি): নরসিংদী শিবপুর থানার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে সবুজ দেশের এবং পরিবারের অর্থনৈতিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে গত ছয় মাস আগে রওনা দিয়েছেন সৌদি আরবে ভালোই কাটছিল দিন। যাওয়ার পরে এক সৌদিয়ানের সাথে পরিচয় হয়। তার সাথে সবুজের ভালো সম্পর্ক তৈরি হয়।

ঈদের সময় সবুজকে সৌদিয়ান সেই লোক সৌদি ৫০০ রিয়াল এবং ঈদের পাঞ্জাবি, পেন্ট, জুতা এইগুলা গিফট করে। পরে ঈদের দিন তার সাথে সময় দিবে বলে বাসা থেকে গাড়ি দিয়া নিয়া যায়। বাসা থেকে যাওয়ার সময় বলছে পরের দিন বাসায় আসবে কিন্তু বাসায় আর আসে নাই। খোঁজ করতে করতে ৮ দিন পর তাকে এক হোটেলের বাথরুমে মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ তাকে বাথরুম থেকে উদ্বার করে হাসপাতালের ফ্রিজে রেখে দেয়। খবর সূত্রে সৌদি আরব প্রবাসী সবুজের চাচতো ভাই।

বর্তমানে তার লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রকৃয়া চলছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ