মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

রায়পুরায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পদক প্রদান

আমিনুর রহমান সাদী / ৫৬২ বার
আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পদক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরার কৃতি সন্তান সর্বজন নন্দিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রায়পুরার এমপি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সাহসিকতার ভূমিকার জন্য আমিরগঞ্জ ইউনিয়নের ২৯ জন বীর মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
আমিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম ফজলুল করিম ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসনাবাদ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠাতা সুমন সালাউদ্দিন, সভাপতি রবিন গাজী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী কামরুল প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ