সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

মনোহরদীর আতুশালে কৃষি জমির ফসল বিনষ্ট; চাষীদের মাথায় হাত

নিজস্ব প্রতিবেদক / ৪৬৪ বার
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের আতুশালে কৃষকদের প্রায় ৫০ বিঘা জমির ধানের ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়েছে । বৃষ্টির পানিতে কৃষকদের জমির ফসল ডুবে যাওয়ায় ৪৯ ও ৫১ বীজের ধানের চারাে মূল পঁচে যায়।

চন্ডিতলা ও ফকিরবাড়ি অংশের কৃষকরা জানান, বৃষ্টির পরে পানি বের হওয়ার পথ না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ধারণা করা যায়, আশপাশের কিছু ইটভাটায় ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে, এতে অধিকাংশ জমির ক্ষতি হয়েছে, ভুক্তভোগী কৃষক নুরু মিয়া বলেন, আমার প্রায় তিন বিঘা জমির ধানের চারার মূল পঁচেছে, এই জমি থেকে এক মুঠু ধান ও ঘরে তুলা সম্ভব না নুরু মিয়া ছাড়াও অন্যান্য কৃৃষকদের ফসলেও এ জলাবদ্ধতা গ্রাস করেছে যেমন: গোলাপ মিয়া ২ বিঘা, আব্দুল মমিন ৫ বিঘা, করিম ২ বিঘা, কাজল, প্রায় ২ বিঘা, শহিদ মিয়া ১ বিঘা, কাঞ্চন প্রায় ৩ বিঘা,মোস্তুফা ২ বিঘা, জাহাদ আলী ২ বিঘা, শাহাবুদ্দিন প্রায় ৩বিঘা,জজ মিয়া ২ বিঘা প্রমুখ ।

মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উরুলিয়া, শিমুল কান্দি বড়চাপা, জামালপুর আতুশাল, চন্ডিতলা, এই খাল দিয়ে পানি যাওয়ার সুযোগ ছিল কিন্তু খাল খনন করার উদ্যোগ নেওয়া হলে দখলদার রা খাল খননে বাঁধা প্রদান করে । খাল খনন করা হলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ