শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

বেলাবতে জাতীয় ইঁদুর নিধন অভিযান র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শাহিনুর আক্তার / ৪৯৮ বার
আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

শাহিনুর আক্তার বেলাব প্রতিনিধি: “ইঁদুরের দিন হবে শেষ,গড়ব সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বেলাব উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসার নাজিম উর রউফ খান এর আয়োজনে ০৬ নভেম্বর সকালে বর্ণাঢ্য র‍্যালি ও বেলাব উপজেলা হলরুম কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলাব উপজেলা কৃষি অফিসার নাজিম উর রউফ খানের আয়োজনে, নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন, বশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও বেলাব উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা সহ বিভিন্ন উপজেলা কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিগণ।

আলোচনায় নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা ইঁদুরের ক্ষতিকর বিষয় এবং তার প্রতিকার সংক্রান্ত নানাবিধ আলোচনা করেন এবং সেই সাথে ইঁদুর নিধন সম্পর্কে একটি প্রামান্য চিত্র উপস্থাপন করেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বেলাব কৃষি অফিসার নাজিম উর রউম খান।

বাংলাদেশ ইঁদুরের আক্রমণে বছরে উৎপাদিত আমন ধানের শতকরা ৫ থেকে ৭ ভাগ, গম থেকে ৪ থেকে ১২ ভাগ, গোল আলু ৫ থেকে ৭ ভাগ এবং আনারসে ৬ থেকে ৯ ভাগ নষ্ট করে। সব মিলিয়ে ইঁদুর গড়ে মাঠ ফসলের ৫ থেকে ৭ শতাংশ ও গুদামজাত শস‍্যের ৩:৫ শতাংশ ক্ষতি করে। এছাড়াও সেচ নালা নষ্ট করে ৭ থেকে ১০ ভাগ। এসব কারণে ধান গম সহ গুদাম, চালকল মালিক, কৃষক ও ব‍্যবসায়ীরা ইদুরকে গুরুত্বপূর্ণ বালাই হিসেবে চিহ্নিত করেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ