শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটস এর বেলাব উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

শাহিনুর আক্তার / ৫৯২ বার
আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ স্কাউট এর বেলাবো উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার (১২ অক্টোবর ) বিকেলে বেলাবো উপজেলা মিলনায়তন রুমে উপজেলা স্কাউটস এর আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা ।

প্রধান অতিথির বক্তব্যে আয়শা জান্নাত তাহেরা বলেছেন, ‘”জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম আর অনুশীলনের বিকল্প নেই। স্কাউটিংয়ের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে প্রতিফলন করা গেলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে কলমে শিক্ষা দেয়। স্কাউটিংকে দেশসেবা ও মানবিক কল্যাণে কাজে লাগাতে হবে”।

এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউট সহ পরিচালক মো: শরিফ হোসেন কিশোরগঞ্জ, নরসিংদী। প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন ও মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান। বেলাব উপজেলার স্কাউটস কমিশনার মোঃ আনোয়ার হক, জেলা স্কাউটস সহ সভাপতি মো: আফজাল হোসেন কাজল , সম্পাদক এনামুল হক বেলাব বালিকা উচ্চ বিদ‍্যালয় সহ প্রবীণ কুমার ঘোষ নরসিংদী জেল সহ কমিশনার সহ অনেকেই বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ ও নরসিংদীর সহ সভাপতি মো : শরীফ হোসেন বলেন বলেন, “দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে হবে। স্কাউটিং কার্যক্রমই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে”।

সম্মেলনের প্রথম ধাপে বিগত দিনের কার্যক্রম আলোচনা ও পর্যালোচনা করে বর্তমান কমিটি বিদায় নেন ও আয় ব্যায়ের হিসাব উপস্থাপণ করেন। দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উক্ত ত্রি-বার্ষিক কাউন্সিলে গঠনতন্ত্র ও নিয়মানুযায়ী উপজেলা স্কাউটস কমিটির সভাপতি পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা ও মো: আনোয়ার হক কমিশনার ও লিডার রানা দেওয়ান ও সম্পাদক করেন খন্দকার আসাদুজ্জামান কে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ