শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

মনোহরদীতে তিন বিভাটেক ছিনতাইকারী গ্রেফতার

নিউজ ডেস্ক / ৫৬৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদীর মনোহরদীতে যাত্রী বেশে বিভাটেকে উঠে চালককে আহত করে বিভাটেক ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে করেছে পুলিশ।
গত মঙ্গলবার মনোহরদী থানা পুলিশের পৃথক দুই অভিযানে ছানিতাইকারী সোহাগ(২১), শেখ ফরিদ(১৯) এবং মাসুদ মিয়া(৩২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ শুকুন্দী ইউনিয়নের দশদোনা গ্রামের মৃত আবু তাহের, শেখ ফরিদ একই ইউনিয়নের নারান্দী গ্রামের আব্দুল কাদির এবং মাসুদ মিয়া একই ইউনিয়নের দশদোনা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার(২৫ সেপ্টেম্বর) রাত অনুমান  সাড়ে আটটা সময় মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার হইতে সোহাগ এবং শেখ ফরিদ হাতিরদিয়া বাজারে যাওয়ার জন্য গন্ডারদিয়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে হযরত আলী (৫০) বিভাটেক ভাড়া করে। পথিমধ্যে সোহাগভো শেখ ফরিদের কথা অনুযায়ী বিভাটেক থামালে ছোট শুকুন্দীর মৃত ছোবহানের ছেলে নুরুল হক (৩০) এবং দশদোনা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মাসুদ মিয়া (৩২) বিভাটেকে উঠে। বিভাটেক রিক্সাটি দশদোনাআদ্রসা পাড় হবার পরপর আসামীরা চালক হযরত আলীকে হাতপা বেধে পিঠ এবং পেয়ে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে রাস্তার পাশে ফেলেবিভাটেক নিয়ে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে মনোহরদী থানা পুলিশ তাদেরকে গ্রেফতারের অভিযানে নামে। এর পর  বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঘটনার সাথে জড়িত আসামি সোহাগ ও ফরিদ কে চোরাই বিভারটেক সহ শিবপুর থানাধীন দুলালপুর বাজার হইতে আটক করে। এর পর রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী মাসুদ মিয়া কে আটক করা হয়।
মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরিদ উদ্দীন জানান, এ বিষয়ে মনোহরদী থানার মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত তিনজন আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। আসামি নুরুল হক কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ