শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

বেলাবো উপজেলায় ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি

শাহিনুর আক্তার, বেলাব / ৫৩১ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নরসিংদী জেলার বেলাবো উপজেলায় ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে জীবিকা নির্বাহের জন্য সহায়ক উপকরণ বিতরন করা হয়।

সোমবার (২৮ আগষ্ট ) সকাল ১১ ঘটিকায় বেলাবো উপজেলায় উক্ত কর্মসূচি পালিত হয়।

বেলাবো উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে ভিক্ষুকদের জন্য পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের ব‍্যবস্থা করা হয়। এই কর্মসূচির আওতায় আজ ভিক্ষুকদের মুরগীর খামার ঘর দেওয়া হয় ৬ টি সেই সাথে ২৫ টি করে মুরগি ও ২৫ কেজি করে মুরগির খাবার ও সহায়ক উপকরণ দেওয়া হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিক রায়ের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।
বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গন।

উক্ত কর্মসূচিতে সমাজসেবা কর্মকর্তা অনিক রায় বলেন, আমরা বেলাব উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে চাই, তাই ভিক্ষুকদের মধ‍্য থেকে এ পর্যন্ত ৭০ জনকে পুর্নবাসনের আওতায় আনা হয়েছে। উক্ত কর্মসূচির আওতায় ভিক্ষুকদের ভ্যান গাড়ি, সেলাই মেশিন, মালামাল সহ দোকান ঘর, ছাগল, হাঁস-মুরগি সহ খামার ঘর প্রদান করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ