বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিউজ ডেস্ক / ৫৬২ বার
আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্র্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন । এদের মধ্যে ৪ জনকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আজ শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দূঘটনা ঘটে।

নিহতদের ১জনের পরিচয় পাওয়া গেছে। হিত জুবায়দুল (৩০)
পুলিশ জানিয়েছেন, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাদে। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালের আনার পর আরো ১ জন মারা যায়। গুরুত্বর আহত হয় ৪ জন। তাদের আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রের করা হয়।

ইটাখোলা ফাড়ির ইনচার্জ মো: কবির হোসেন বলেন,রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন সহ মোট ৭ জন মরা গেছে। আহতদের ঢাকায় প্রেরন করা হয়ছে।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ