বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; চার মোটরসাইকেল আরোহী কে জরিমানা

রোমান পথিক / ৫৪৪ বার
আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

রোমান পথিক, রায়পুরা:

নরসিংদী রায়পুরায় মোটরসাইকেলের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মোটর সাইকেল আরোহীর লাইসেন্স না থাকায় চার’জন আরোহী কে জরিমানা ও অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩১ জুলাই, সোমবার বিকেলে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম মেথিকান্দা রেলওয়ে স্টেশন রোডে এই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৬৬ এবং বিভিন্ন ধারায় করা হয়েছে। এসময় উপজেলা ভূমি অফিসের সহকারি ইলিয়াস আহমেদ আপন, রায়পুরা থানার এসআই মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। পরে রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আলী, ইউপি সদস্য সোহরাব উদ্দিন এবং ছাত্রলীগ নেতা টুটুল আহমেদ উপস্থিত হয়েছেন। তাদের এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ