শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

পোড়াদিয়ায় সড়ক-দোকান বন্ধ রেখে পশুর হাট।

এস.এম.ইমন / ২০৩১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

এস.এম.ইমন (বেলাব): বেলাবো উপজেলার পোড়াদিয়া বাজারে সড়ক এবং দোকান বন্ধ রেখে পশুর হাট জমানো হয়।

পোড়াদিয়া বাজারটি সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার বসলেও,প্রতি বৃহস্পতিবার পশুর হাট জমানো হয়।
পশুর হাটে অর্থাৎ প্রতি বৃহস্পতিবার বাজারের প্রধান রাস্তা বন্ধ করে পশু বেচা-কেনার করে ক্রেতা-বিক্রেতারা।
বেলাবো উপজেলার সদর রোড পোড়াদিয়া বাজারে যে রাস্তাটি সেটিও পশু ব্যাবসায়ীরা তাদের পশু নিয়ে অবরোধ করে রাখে।

 

যদিও পশুর হাট বসানোর জন্য নির্দিষ্ট জায়গার ব্যাবস্থা করে রাখা আছে,উক্ত জায়গা ফাকা রেখে ব্যাবসায়ীরা রাস্তায় গরুর হাট বসায় এতে পথচারী এবং যানবাহনের চলাচলে বিগ্ন সৃষ্টি হয়।এমতাবস্থায় এক ইজারাদারের কাছে জানতে চাইলে বলেন, আমরা চেষ্টা করি নির্ধারিত জায়গায় হাট বসানোর জন্য,কিন্তু কিছু কিছু ব্যাবসায়ীরা রাস্তায় পশু নিয়ে দাঁড়িয়ে থাকে,পরে একপর্যায়ে দেখা যায় সবাই রাস্তাতেই দাঁড়িয়ে পড়ে। যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

 

এ বিষয়ে এক পথচারীর কাছে জানতে চাইলে বলেন,আমরা প্রতি বাজারেই প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আসি।কিন্তু গরু বাজারের জন্য এক মিনিটের রাস্তা পার হতে ১০ থেকে ১৫ মিনিট সময় চলে যায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ