রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

আল্লাহর কাছে আশা রাখুন

প্রতিনিধির নাম / ৫৫১ বার
আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

আল্লাহ তাআলার কাছে পাওয়ার আশা করে দুআ করা- হতাশা ও নিরাশা না রাখা প্রসঙ্গে একটি সহীহ হাদীস ও অনুবাদ –
عَنْ أبى هريرة رضي الله عنه قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ». قِيلَ: يَا رَسُوْلَ اللّٰهِ مَا الِاسْتِعْجَالُ؟ قَالَ: «يَقُولُ: قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يُسْتَجَابُ لِىْ فَيَسْتَحْسِرُ عِنْدَ ذٰلِكَ وَيَدَعُ الدُّعَاءَ».
সাহাবী
আবূ হুরায়রাহ্ (রা) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
বান্দার (প্রতিটি) দু‘আ কবূল করা হয়, যে পর্যন্ত না সে গুনাহের কাজের জন্য, অথবা
আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য এবং তাড়াহুড়া করে দু‘আ করে।
জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
তাড়াহুড়া কি?
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, (দু‘আ করে) এমনভাবে বলা যে,
আমি (এই) দু‘আ করেছি।
আমি (তার জন্য) দু‘আ করেছি।
আমার দু‘আ তো কবূল হতে দেখছি না।
অতঃপর সে নিরাশ হয়ে পড়ে এবং দু‘আ করা ছেড়ে দেয়।

সহীহ : মুসলিম ২৭৩৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪২৯, সহীহ ইবনু হিববান ৮৮১, আল আদাবুল মুফরাদ ৬৫৪, সহীহ আল জামি‘ ৭৭০৫।
হাদিসের মানঃ সহীহ হাদিস

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ