রোমান পথিক, রায়পুরা: ‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় শুরু হয়েছে আন্তর্জাতিক মানের ‘রায়পুরা ম্যারাথন-২০২৫’। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।
রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে আয়োজিত এই ম্যারাথনে দেশ-বিদেশের সাত শতাধিক দৌড়বিদ অংশ নেন। প্রতিযোগিতা চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়—ফুল ম্যারাথন (৪২ কিমি) ১৮০ জন, হাফ ম্যারাথন (২১ কিমি) ১৮৫ জন, ১০ কিমি দৌড়ে ৩৫০ জন নারী-পুরুষ এবং শিশুদের ৫০০ মিটার দৌড়ে অংশ নেয় ৩০ জন প্রতিযোগী।
প্রতিযোগীরা নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক ও গ্রামের মেঠোপথ ধরে দৌড় শুরু করেন। ভোরের হালকা কুয়াশা, শীতল বাতাস আর গ্রামীণ সৌন্দর্যের মাঝে দৌড়ের এ দৃশ্য উপভোগে সড়কের দু’পাশে ভিড় জমায় হাজারো দর্শক। নির্বিঘ্ন প্রতিযোগিতা নিশ্চিত করতে ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানী খনিজ মন্ত্রনালয়ের চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন, জেলা পুলিশ সুপার মিনহাজুল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (রায়পুরা সার্কেল) বায়জিদ বিন মনসুর, রায়পুরা থানার ওসি মোঃ আদিল মাহমুদ, ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদারসহ রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা।
অতিথিরা বলেন, এ আয়োজন শুধু রায়পুরার নয়, বরং বাংলাদেশের জন্যই এক গর্বের বিষয়। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতা রায়পুরাকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলবে।
দৌড়বিদরা জানান, এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করছে এবং তারা চান প্রতিবছর এ প্রতিযোগিতা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হোক।
প্রতিযোগিতা ঘিরে দুই শতাধিক স্বেচ্ছাসেবক ও দেড় শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। চিকিৎসা সহায়তায় অ্যাম্বুলেন্স ও বিশেষ মেডিকেল টিম।
দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনীতে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট, মেডেল, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রুহুল আমিন ভূঁইয়া রুহেল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ এবং উপজেলা, পৌরসভা স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।