অদ্য ২৭ জুন, শুক্রবার সকাল ১০.১০ মিনিটে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন নরসিংদী টিভির সম্মানিত সিইও পলাশ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক
তাহমিনা শশি, হেড অব অপারেশনস মনোহরদী প্রেস ক্লাব ও সাংবাদিক ফোরামের সদস্য সাংবাদিক সুমন মিয়া, হেড অব প্রেজেন্টেশন সংবাদ উপস্থাপক ও ভয়েস আর্টিস্ট সজল আহমেদ, নরসিংদী টিভি দক্ষিনাঞ্চল প্রধান সাংবাদিক দীপ্ত দাস তুলন, নরসিংদী টিভি উত্তরাঞ্চল প্রধান সাংবাদিক তৈয়বুর রহমান। আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ।
নরসিংদী টিভিকে এগিয়ে নিতে এবং স্থানীয় ও অনলাইন সংবাদ মাধ্যমে গুনগত মান রক্ষার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত বৈঠকে।
নরসিংদীর সর্বশেষ খবর সবার আগে দেশে প্রবাসে সারা বিশ্বে ছড়িয়ে দিতে নরসিংদী টিভি বদ্ধ পরিকর। এ লক্ষেই সবাই যার যার জায়গা থেকে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন নরসিংদী টিভির সম্পাদক ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব বদিউর রহমান সোহেল।