শিরোনাম:
সিজারের পর পেটে রয়ে গেল ১৮ ইঞ্চি মব কাপড় আদালতের কাঠগড়া থেকে পালালো আসামি নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন বেলাবতে মালবাহী ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন- এর জন্মদিন আজ। শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়ে নরসিংদীতে আপ বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী ডট টিভির নির্বাহী পরিষদের বৈঠক সম্পন্ন। র‌্যাব-১১-এর অভিযানে আল্লাহ চত্ত্বর এলাকা থেকে পলাতক আসামি রাসেল মিয়া গ্রেফতার মনোহরদীতে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের দুই ঘন্টার কর্মবিরতি পালন নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

র‌্যাব-১১-এর অভিযানে আল্লাহ চত্ত্বর এলাকা থেকে পলাতক আসামি রাসেল মিয়া গ্রেফতার

সাব্বির আহমেদ
  • আপডেট Thursday, June 26, 2025

সাব্বির আহমেদ, শিক্ষানবিশ প্রতিনিধি: র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি বিশেষ অভিযানে নরসিংদী জেলার আল্লাহ চত্ত্বর এলাকা থেকে একাধিক মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল মিয়া (৪২) গ্রেফতার হয়েছে। তিনি নরসিংদী মডেল থানাধীন পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসিন্দা ও পিতা আবুল কাশেম মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত রাসেল মিয়া ১৯/০৭/২০২৪ খ্রিষ্টাব্দে নরসিংদী হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক হয়েছিলেন। তার বিরুদ্ধে ২০১৭ সালের ১৮ মার্চ দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, পুলিশের কাজে বাধাদান ও সরকারি দায়িত্বে হস্তক্ষেপসহ দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৭৯/৩৮০/২২৪/২২৫ ধারায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আল্লাহ চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১১ প্রতিষ্ঠালগ্ন থেকেই চাঞ্চল্যকর অপরাধ দমন, সন্ত্রাস ও মাদক নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। তাদের নিয়মিত নজরদারি ও অভিযানের ফলে এখন পর্যন্ত অস্ত্র মামলায় ১৯ জন, হত্যা মামলায় ১৪১ জন, অপহরণ মামলায় ২৬ জন, ছিনতাইকারী ৫৬ জনসহ মোট ১২৭ জন জলদস্যু এবং বিপুল পরিমাণ মাদকসহ ৩২৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২৮৩ রাউন্ড গোলাবারুদ এবং ৯১টি আগ্নেয়াস্ত্র।

র‌্যাব-১১ এর এই ধারাবাহিক সফল অভিযান সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার জায়গা আরও সুদৃঢ় করেছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর
© All rights reserved © Narsingditv.com
Developer Design Host BD