শিরোনাম:
সিজারের পর পেটে রয়ে গেল ১৮ ইঞ্চি মব কাপড় আদালতের কাঠগড়া থেকে পালালো আসামি নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন বেলাবতে মালবাহী ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন- এর জন্মদিন আজ। শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়ে নরসিংদীতে আপ বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী ডট টিভির নির্বাহী পরিষদের বৈঠক সম্পন্ন। র‌্যাব-১১-এর অভিযানে আল্লাহ চত্ত্বর এলাকা থেকে পলাতক আসামি রাসেল মিয়া গ্রেফতার মনোহরদীতে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের দুই ঘন্টার কর্মবিরতি পালন নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

মনোহরদীতে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের দুই ঘন্টার কর্মবিরতি পালন

মোঃ সুমন মিয়া
  • আপডেট Tuesday, June 24, 2025

মো. সুমন মিয়া, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৪ জুন) সারাদেশের ন্যায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন। প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতি পালন করছেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টা সরদার মাসউদ হাছান, নূর হোসেন খন্দকার এবং মোঃ আলতাফ হোসেন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মনোহরদী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি মোঃ জাহিদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তা বেগম, কোষাধ্যক্ষ ইমরান হোসেন প্রমুখ।

বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা আরও বলেন আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও বিগত সরকার আমাদের শুধু আশার বাণীই দিয়ে গেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই আমাদের নিয়োগ বিধি সংশোধনে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্ম বিরতি পালন করছি,

নিম্নে ৬ দফা দাবি তুলে ধরা হলোঃ-
১. নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক / সমমান করে ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪. পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।
৫. বেতন স্কেলে উন্নতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী সরকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক গণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড দিতে হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর
© All rights reserved © Narsingditv.com
Developer Design Host BD