এমায়েত, পলাশ উপজেলা প্রতিনিধি : গতকাল রবিবার (১৩ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে দশটার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আহসান উল্লাহ আছান (৫০ ) নামের এক গাড়ি চালক দুর্বৃত্তের গুলিতে নামে নিহত হয়।
নিহত আহসান উল্লাহ ঘোড়াশাল পৌরসভার আওতাধীন কুমারটেক এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন গাড়ি চালক ছিলেন।তার পিতা মৃত গিয়াস উদ্দিন ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত আহসান উল্লাহ প্রতিদিনের মতো গতকাল রবিবার রাত প্রায় সাড়ে দশটার দিকে তার বাড়ির পাশে নূর আলমের মালিকানাধীন ফার্মেসিতে বসে ছিলেন।এসময় একটি মোটরসাইকেল নিয়ে তিনজন দুর্বৃত্ত আসে ওই ফার্মেসির সামনে । পরে তারা গুলি ছুড়লে তার ডান পাশের কানের দিক দিয়ে তা বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে আহসান উল্লাহ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু হয়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন আমাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগে ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।