সৌরভ আহমেদ উজ্জ্বল: নরসিংদীর বেলাব উপজেলার নোয়াকান্দি সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে আলেম, হাফেজ ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) নারায়নপুর ইউনিয়নের নোয়াকান্দি মাদ্রাসা মাঠে মোঃ সিরাজুল ইসলাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে ২০ জন হাফেজ, ১৫ জন আলেম ও ৬ জন গুণীজনকে সম্মানিত করা হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং হামদ-নাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রধান মেহমান ছিলেন জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদারাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আনোয়ার হোসেন চিশতী প্রধান অতিথি ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব। সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে বক্তব্য দেন এনভিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল হক ও ব্যবসায়ী মো. শামিম আহমেদ সুজন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন অসেস নির্বাহী পরিচালক জামাল হোসেন, ব্যবসায়ী জসিম মিয়া ও সমাজসেবক মো. আবুল কালাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজ আলেমদের অনুভূতি প্রকাশ করে রাসেল কবির এর সমাপনী বক্তব্যের পর মুফতি আনোয়ার হোসেন চিশতী দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়