সাব্বির আহমেদ, শিক্ষানবিশ প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল মেম্বারের ওপর গুলির ঘটনায় একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-১১, নরসিংদী।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (উপ-পরিচালক) মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তি হলেন, রায়পুরা উপজেলার বোয়ালমারা গ্রামের জয়নাল মিয়ার ছেলে মহসিন (২৮)।