সাব্বির আহমেদ, শিক্ষানবিশ প্রতিনিধি: শহীদ জিয়া পরিষদের নরসিংদী জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের বর্তমান সাংগঠনিক সম্পাদক ফাতিন আলাম নাফিকে পদোন্নতি দিয়ে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। ফাতিন আলাম নাফি নরসিংদী শহরের ২নং ওয়ার্ডের পশ্চিম ব্রাহ্মণদী এলাকায় বাস করেন।
তিনি পদোন্নতি পেয়ে তার বক্তব্য প্রকাশ করে বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের একজন ক্ষুদ্র কর্মী। দল থেকে পর্যায়ক্রমে আমাকে যেই দায়িত্ব দেওয়া হচ্ছে তা আমি নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটা যৌক্তিক আন্দোলনে আমি শহীদ জিয়া পরিষদের ব্যানারে সামনের কাতারে থাকার চেষ্টা করেছি এবং থেকেছি। আমাকে পদোন্নতি দিয়ে শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদ এর সাংগঠনিক সম্পাদক থেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন জনাব তারেক রহমান, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ও শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদ এর প্রদান উপদেষ্টা সাবেক মন্ত্রী এড. নিতাই রায় চৌধুরী শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদ এর প্রতিষ্ঠাতা ও বার বার নির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম রানা ভাই কে জানাই অসংখ্য ধন্যবাদ।
সবার কাছে আমি দোয়া ও সহযোগিতা প্রার্থী হয়ে আবেদন জানাচ্ছি যাতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি এবং সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করতে পারি।