সাব্বির আহমেদ, শিক্ষানবিশ প্রতিনিধি: ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় “সোনারগাঁ ফিলিং স্টেশন ” নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর এবং এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে নরসিংদী অঞ্চলের ২২ টি ফিলিং স্টেশনে সেবা দেয়া বন্ধ রেখেছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। গ্যাস, পেট্রোল, ডিজেল অকটেনসহ সব ধরণের পরিবহন জ্বালানী বিক্রি বন্ধ রাখা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পণ্য ও যাত্রীবাহী পরিবহনগুলো। ৩ মার্চ (সোমবার) বিকেল ৫ টার পর থেকে এখনও বন্ধ রয়েছে ফিলিং স্টেশনগুলো। সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন নরসিংদী জোন জানায়, দুপুরের আগে গ্যাসের চাপ কম এমন অভিযোগ এনে একটি ফিলিং স্টেশনে ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময়, তারা মহাসড়কের আরও কয়েকটি ফিলিং স্টেশনে ভাংচুরের চেষ্টা চালায়। এমন ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে কর্মচারীরা। উক্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবি রেখে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ (মঙ্গলবার) সকাল ১১টায় ডিসি অফিস কনফারেন্স কক্ষে জেলা প্রশাসক মোঃ রাশেদ হোসেন চৌধুরী এবং জেলা পুলিশ সুপার আবদুল হান্নান সহ সকল সিএনজি ফিলিং স্টেশন এর মালিকদের সাথে মতবিনিময় করেন সিএনজি ফিলিং স্টেশন এর সভাপতি আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা। মতবিনিময় শেষে ফিলিং স্টেশন বন্ধ থাকার ২০ ঘন্টা পরে পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়।