শাহিনুর আক্তার, বেলাবো প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলা অডিটোরিয়াম রুমে উপানুষ্ঠানিক ও শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি শিক্ষক ও সুপারভাইজারদের বিষয় ভিত্তিক (৫ম শেণি) প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় পিপলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পি.ডি.ও এর নির্বাহী সদস্য আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও বেলাবো উপজেলা ম্যানেজার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম, বিশেষ অতিথি ছিলেন সহকারি পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নরসিংদীর আব্দুল হাসান। নির্বাহী পরিচালক, গ্রাম বিকাশ সহায়তা সংস্থা মাসুদা ফারুক রত্না।
আরো উপস্থিত ছিলে বেলাবো উপজেলার ইউনিয়ন ভিত্তিক সুপারভাইজারগন ও ৭০ টি স্কুলের শিক্ষক- শিক্ষিকা সহ প্রমূখ।
এসময় বক্তাগন ঝড়েপড়া শিক্ষার্থীদের নিয়ে নানা দিক নির্দেশনা মূলক কথা বার্তা আলোচনা করেন এবং তাদেরকে যেন ভালো একটা পর্যায় নেওয়া যায় সে দিকে নজর থাকবে বলে জানান।