নরসিংদী জেলার কিশোরকন্ঠ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নরসিংদীতে ৫ টি কেন্দ্রে কিশোরকন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্লাসের প্রায় ২২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরই অংশ হিসেবে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জানা যায়, উক্ত পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে সর্বমোট ৩,৫০,০০০ ( তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা) পুরস্কার প্রদান করা হবে । সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে বিরতিহীন ভাবে বেলা ১২:৪০ ঘটিকায় এ পরীক্ষা শেষ হয়। ডিসেম্বর মাসের শেষের দিকে ফলাফল ঘোষণা হতে পারে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দ প্রকাশ করেছে। অভিভাবকবৃন্দ তারা তাদের সন্তানদের জন্য এমন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারাকে একটি মেধা যাচাইয়ের মাধ্যম হিসেবে বিবেচনা করছেন। অভিভাবকরা আরও জানান, সরকারি ভাবে যদি এমন কোন বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় তাহলে তা দেশ ও জাতির জন্য ভালো ফলাফল বয়ে আনবে।
লেখক: মতিউর রহমান মাসুম