স্বাধীনতার ৫৩ বছর পরে আমরা বিজয় দিবস পালন করতেছি স্বৈরাচারী শেখহাসিনা সরকার আমাদের গত বছর গুলোতে মনোহরদীর মাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয় দিবস উৎযাপন করতে দেয় নাই ” এ কথা বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা মো. জাহাঙ্গীর আলম।
১৬ই ডিসেম্বর ২০২৪, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা কর্তৃক আয়োজিত মনোহরদী বাসস্ট্যান্ডে এক বিশাল গণসমাবেশে এসব কথা বলেন। তিনি আরো বলেন,আমরা বাংলাদেশের নাগরিক থাকা স্বত্তেও গত ৫৩ বছর স্বাধীনতা দিবস পালন করতে পারিনি সেই সাথে জামায়াতে ইসলামীর কর্মীরা বিভিন্ন জুলুম, নির্যাতন এবং বিভিন্ন অপদস্তের স্বীকার হতে হয়েছে আরো অনেক বিষয় তুলে ধরা হয়, পরিশেষে সকল শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করা হয় । সভায় আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার উত্তর ও দক্ষিণের আমীর এবং বিভিন্ন ইউনিয়নের আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ ।
তারপর মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিজয় দিবস এর একটি মিছিল উপজেলা পরিষদ গিয়ে সেখান থেকে আবার মনোহরদী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এছাড়াও চালাকচর, লেবুতলা, কৃষ্ণপুর, বড়চাপা ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন এর মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজন সমাপ্ত হয় ।
লেখক: মতিউর রহমান মাসুম