দিপ্ত দাস, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
১৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে আটটার দিকে নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে ১ জন গুলিবিদ্ধ ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি সমর্থনকারী এক পক্ষ লাল মিয়া (মেম্বার) গ্রুপ ও আরেক পক্ষ মোসাদ্দেক হোসেনের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, পাঁচদোনা এলাকার মোঃ শাহীন মিয়ার ছেলে মোঃ রনি (৩২), যিনি গুলিবিদ্ধ হয়েছেন। অন্যান্য আহতরা হলেন, পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আলম মিয়া (৫৫), মিজান মিয়ার ছেলে শোভ (১৯) এবং আরেকজন একই এলাকার মো. আজিম মিয়ার ছেলে। উক্ত আহত সকলেই মোসাদ্দেক গ্রুপের সমর্থনকারী প্রাথমিকভাবে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রুপের সংঘর্ষ চলাচলে সংঘর্ষকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। তখন রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই উক্ত ঘটনার সূত্রপাত। আহত সকলকেই হাসপাতালে পাঠানো হয়। প্রায় ১ ঘন্টা অবরোধের কারনে মহাসড়কে যানচলাচল বন্ধ থাকলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বর্তমানে যানচলাচল স্বাভাবিক।