রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

ট্রেন ছাড়তে দেরি হওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা, এক পর্যায়ে বিশৃঙ্খলার সৃষ্টি।

দিপ্ত দাস / ৩৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

দিপ্ত দাস, নিজস্ব প্রতিবেদক: ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপর ১২.৩০ মিনিটের দিকে জিনারদী রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটে।

বকেয়া বেতন ও চাক‌রি স্থায়ীকর‌ণের দা‌বি‌তে রাজধানীর কাওরানবাজা‌রে রেলপথ অব‌রোধ ক‌রে‌ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা (টিএলআর)। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে অবরোধ শুরু করে শ্রমিকরা।

যার ফলে, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী তিতাস কম্পিউটার ট্রেনটি এক ঘন্টার বিলম্ব হয়। জিনারদী রেলওয়ে স্টেশনে ট্রেনটি ঢুকে ১১:৪৪ মিনিটে এবং ছেড়ে যায় ১২:৪৫ মিনিটে।

কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মুহাইবুর রহমান শাওনের সাথে কথা বলে জানা যায়, ট্রেনটি ছাড়তে দেরি হওয়ায় কিছু যাত্রীরা ওনার সাথে তর্ক বিতর্কে জড়ায়। এক পর্যায়ে কিছু ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন মাষ্টারের রুমে হামলা করে। এই সময় কিছু অসন্তোষ যাত্রী স্টেশন রুম ভাঙার আওয়াজ তুলে। হামলা করার সাথে সাথে জিনারদীর স্থানীয়রা মিলে সকল ক্ষুব্ধ যাত্রীকে বাঁধা দেয়। স্টেশন রুম ও মাষ্টারকে রক্ষা করতে তখন যাত্রীদের সাথে স্থানীয়দের এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিশৃঙ্খলা বাড়ার আগেই বিক্ষুব্ধ যাত্রীরা কথাবার্তা শেষে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হয়। তখন ঝামেলা থেকে সরে আসে তারা। তবে কোনো হতাহতের ঘটনা সেখানে ঘটেনি।

আধা ঘণ্টা পরই রেললাইন থেকে সরে যায় কাওরানবাজা‌রে রেল অবরোধ আন্দোলনকারী শ্রমিকেরা। ঠিক কিছুক্ষন পরেই লাইন ক্লিয়ার হবার পর তিতাস কম্পিউটার ট্রেনটি জিনারদী স্টেশন থেকে ছেড়ে যায়। ঢাকার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ