শিরোনাম:
দুর্বৃত্তের গুলিতে ঘোড়াশালে একজন নিহত নোয়াকান্দি সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান পলাশের জিনারদীতে একটি বাড়িতে তালাবদ্ধ দরজা ভেঙে ভয়াবহ চুরি। বেলাবতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বেলাবোতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল  রায়পুরা উপজেলার ইউপি সদস্যের ওপর গুলি করা সেই  ব্যক্তি র‍্যাবের হাতে গ্রেপ্তার ফাতিন আলাম নাফিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদোন্নতি। নরসিংদীতে থানার সামনে ফিল্মি গ্যাং স্টাইলে ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় কর্মচারীকে মারধরের অভিযোগে নরসিংদীতে ফিলিং স্টেশনে জ্বালানী সরবরাহ বন্ধ মায়ের হাতে ৩ বছরের পুত্র সন্তান খুন, সন্তান হত্যাকারী মা আটক।

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট Sunday, December 1, 2024

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ডিসেম্বর ) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী, জেলা প্রশাসক মোহাম্মদ রাসেদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা:সৈয়দ আমিরুল হক শামীম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু নঈম মোহাম্মদ জাহাঙ্গীর, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো: আবু কাউছার সুমন, সিনিয়র সহকারী কমিশনার,ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা জাহান, সহকারী কমিশনার স্টাফ অফিসার টু ডিসি, এ এইচ এম আজিমুল হক ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ক্লিনিক্যাল থেরাপিষ্ট ডা: আবদুল্লাহ আল রাসেদ।
ক্লাস পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সকল শিক্ষার্থীদের আনন্দ মুখর পরিবেশ সবাইকে গোলাপ ফুল দিয়ে অভিবাদন জানান এবং শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উপহার ও চকলেট তুলে দেন। এরপরই শিক্ষার্থীদের কন্ঠে দেশের গান সহ প্রতিবন্ধীদের নিয়ে রচনা করা গান শুনেন।

জেলা প্রশাসক, শিক্ষার্থীদের এরকম প্রতিভার পারফরম্যান্স দেখে অভিমত প্রকাশ করেন, যে তাদের এই বিশেষ প্রতিভা দেখে চমকে যান, যা নাকি সুস্থ ধারার ছেলে মেয়েদের থেকে অনেক এগিয়ে, তাই তাদের প্রতিভা কে কাজে লাগিয়ে মানব সম্পদে গড়ে তুলতে হবে, দেশ এখন অনেক এগিয়ে এই জন গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আমরা পাশে আছি এবং সমাজের সুশীল সমাজ ও শিল্পপতি এই কোমলমতি শিশুদের পাশে থাকার আহবান জানাচ্ছি। এই বিদ্যালয়ের অনেক শিশুরাই এখন স্বাভাবিক জীবনে চলে আসছে, তাদেরকে বিভিন্ন ভোকেশনাল কাজে দক্ষ করে তুলতে হবে।

 

এ সময় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন,
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো. জসিম উদ্দিন সরকার ও সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর
© All rights reserved © Narsingditv.com
Developer Design Host BD