শাহিনুর আক্তার, বেলাবো প্রতিনিধিঃ “সমবায়ে গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ নভেম্বর শনিবার নরসিংদীর বেলাবো উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর।
শনিবার ২ নভেম্বর সকাল সারাদেশের ন্যায় সকাল এগারোটায় উপজেলা চত্বরে উপজেলা সমবায় অফিসার আয়মন আরার সভাপতিত্বে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়। এর পরে উপজেলা চত্বর থেকে একটি রেলি বের হয়ে উপজেলার বেলাব বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জচত্বরে এসে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম।
আরো উপস্থিত ছিলেন, বেলাবত থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব আলম, উপজেলা বিআরডিপি কর্মকর্তা মোঃ আমিরুল বারি,উপজেলা আনসার কর্মকর্তা খুরশেদ আলম, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক সভাপতি শেখ আব্দুল জলিল সহ উপজেলা বিভিন্ন সমবায়ী নেতৃবৃন্দ।