শাহিনুর আক্তার, বেলাব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেলাব উপজেলা শাখাকে সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেলাব বাজারস্থ আহনাফ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে উপজেলা যুবদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আকাশ মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃতাজুল ইসলাম, আব্দুল কাদির জিলানী (রাকিব), হাজী জাকির হোসেন, কামরুল হাসান শিমুল,উপজেলা যুবদলের অন্যতম নেতা মো: জাকির হোসাইন,শাহাদাত হোসাইন,আলমগীর পাঠান,ছাদেক মিয়া, উপজেলা যুবদলের অন্যতম আহবায়ক সদস্য সাইফুর রহমান ভূইয়া বাবু, সহ উপজেলা যুবদলের প্রতিটি ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ।