মো. উজ্জ্বল, বেলাবো প্রতিনিধি: রবিবার (১৩ অক্টোবর ) সকাল ১১ টা ৩০ মিনিটে বেলাবো পাইলট মর্ডাণ সরকারি মডেল হাই স্কুলে মোঃ মিজানুর রহমান ভুইয়া’র সঞ্চালনায় এবং প্রভীর কুমার ঘোষ এর সভাপতিত্বে “প্রাক্তন ছাত্র-ছাত্রীর” এর পক্ষ থেকে ২০২২,২০২৩,২০২৪ সালের এস এস সি তে A+ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয় মোট 94 জন A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ রেজা-ই-রাব্বি তুষার।
আরো বক্তব্য দেন সভাপতি সাবেক সেনা কল্যাণ সংস্থা বেলাব উপজেলার এ কে এম আক্তারুজ্জামান।
বেলাবো মর্ডাণ সরকারি মডেল হাই স্কুলের সাবেক সধ্য প্রধান শিক্ষক মোঃ সোলাইমান খন্দকার।
জুরাইন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, দিলীপ চন্দ্র সাহা, বেলাব বাজারের বিসিষ্ট ব্যবসায়ী, মোঃ নাছির উদ্দিন ভুইয়া, সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা, মোঃ শাহজাহান, এশিয়ান ইউনিভার্সিটি র এসিস্ট্যান্ট প্রফেসর, মোঃ মিজানুর রহমান ভুইয়া
এ সময় বক্তারা শিক্ষার্থীদের আগামী শিক্ষা জীবন ও সাফল্য অর্জনের সিঁড়ি নিয়ে উপদেশ ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে উৎসাহ প্রদান করায় অভিভাবক এবং শিক্ষার্থীগণ “প্রাক্তণ শিক্ষার্থীদের ” কে ধন্যবাদ জানান। পাশাপাশি তারা অত্র শিক্ষার্থীদের নিয়েও গর্বিত বলে মনে করেন। তারা বলেন, এই প্রাক্তণ শিক্ষার্থীরা যেন সবসময় অত্র এলাকার যেকোনো কৃতি শিক্ষার্থীকে উৎসাহ প্রদান করা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকেন।
পরিশেষে ফটো সেক্সশনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।