শিরোনাম:
সিজারের পর পেটে রয়ে গেল ১৮ ইঞ্চি মব কাপড় আদালতের কাঠগড়া থেকে পালালো আসামি নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন বেলাবতে মালবাহী ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন- এর জন্মদিন আজ। শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়ে নরসিংদীতে আপ বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী ডট টিভির নির্বাহী পরিষদের বৈঠক সম্পন্ন। র‌্যাব-১১-এর অভিযানে আল্লাহ চত্ত্বর এলাকা থেকে পলাতক আসামি রাসেল মিয়া গ্রেফতার মনোহরদীতে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের দুই ঘন্টার কর্মবিরতি পালন নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

প্রাণ- আরএফএল কারখানার আগুন নিয়ন্ত্রণে, এক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট Friday, August 30, 2024

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় প্রাণ- আরএফএল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি) কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহত শ্রমিকের নাম আজহারুল ইসলাম (৩১)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে।

পলাশ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি দুতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিযন্ত্রণে চেষ্টা চালায়। এ সময় তাদের সঙ্গে আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনীও কাজ করে। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে দীর্ঘ তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

প্রাণ ইন্ডাস্ট্রিযাল পার্কের ডাঙ্গা ইউনিটের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লব জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ওই সেকশনের অপারেটর আজহারুল ইসলাম মারা গেছেন। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।
পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিকের পণ্য তৈরি হতো। কী কারণে এই আগুনের ঘটনা তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর
© All rights reserved © Narsingditv.com
Developer Design Host BD