মো. সুমন মিয়া, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বিভিন্ন কলেজের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা ও সেমিনারের আয়োজন করেছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদী শাখা। রোববার গ্যালাক্সি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে
নরসিংদী শাখা পরিচালক হাসিবুর রহমান অনিক এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কলেজ অব এডুকেশনের প্রতিষ্ঠাতা, শিক্ষা উদ্যোক্তা ও কবি আবু তাহের বেলাল।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মডার্ন এডুকেশন সেন্টারের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান, সাবেক ছাত্রনেতা আমিনুল হক। এসময় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।