নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা অডিটোরিয়াম এর স্বপ্নদ্রষ্টা সংগঠন এর নরসিংদী জেলা দায়িত্ব প্রাপ্ত পারভেজ আহমেদ ও স্মাইল ঘোড়াশাল শাখার সার্বিক সহযোগিতায় শুক্রবার সকালে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
ঘোড়াশাল পৌরসভা মেয়র আল মুজাহিদ হোসেন তুষার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়াশাল পৌরসভার সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর দেন হাতে গাছ তুলে দেন নিউ নিউ এলাকায় লাগানোর জন্য এবং পৌরসভা অডিটোরিয়াম এ গাছ লাগান ।
এসময় স্মাইল ঘোড়াশাল শাখার সভাপতি ও স্বপ্নদ্রষ্টা সংগঠন এর প্রতিনিধি পারভেজ আহমেদ জানান, স্বপ্নদ্রষ্টা সংগঠন থেকে সারাদেশেই চলবে বৃক্ষরোপণ কর্মসূচি তারি ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি ।
এসময় আরো উপস্থিত ছিলেন স্মাইল ঘোড়াশাল শাখার সহ-সভাপতি আরিফা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রিমন।
এসময় ঘোড়াশাল পৌরসভা মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, যেভাবে সবজায়গাতেই বৃক্ষ নিধন হচ্ছে সেখানে স্বপ্নদ্রষ্টা, স্মাইল ঘোড়াশাল শাখার সভাপতি ছোট ভাই পারভেজ আহমেদ সহ স্মাইল এর সদস্যরা এগিয়ে এসেছে বৃক্ষরোপণ করতে যা আমি বরাবরের মতোই তাদেরকে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, আমার ঘোড়াশাল পৌরসভা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মাইল ঘোড়াশাল শাখার সার্বিক সহযোগিতা কামনা করি ।